10:03 AM, 13 November, 2025

ফিলিস্তিনের কাছে সৌদি নাগরিক লাঞ্চিত

muhammad-saud

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের জনগণ চরম অপমান করে আরব সাংবাদিক প্রতিনিধি দলের সৌদি নাগরিক মুহাম্মাদ সৌদকে পবিত্র মসজিদুল আল-আকসা থেকে বের করে দিয়েছেন। এ সময় উত্তেজিত জনতা হাতের কাছে যা পেয়েছেন তাই তার দিকে ছুড়ে মেরেছেন। এ সময় কোনো কোনো ফিলিস্তিনি তার মুখে থুতুও ছুড়ে মারেন।

মঙ্গলবার এমন ঘটনা ঘটে। ওই সৌদি নাগরিকের নাম মুহাম্মদ সৌদ। তার ওপর থুতু ও চেয়ার মারার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন খবর প্রকাশ করেছে পার্স টুডে।

সৌদি আরবের একটি প্রতিনিধিদল সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইসরায়েল সফরে যান। সেই প্রতিনিধিদলের একজন সদস্য হচ্ছেন ওই সৌদি নাগরিক। তবে ইতিহাসে এটিই প্রথম কোনো সৌদি নাগরিকের ইসরায়েল সফর।

সৌদি তরুণ ওই দিন ইসরায়েলের আতিথেয়তা গ্রহণের পাশাপাশি হাজির হয় পবিত্র বায়তুল মুকাদ্দাস মসজিদের প্রাঙ্গণে। সেখানে তাকে পেয়ে ফিলিস্তিনের কিশোর ও তরুণরা উত্তেজিত হয়ে পড়ে।

দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক মাখামাখি এবং সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় ভীষণ ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সৌদি প্রচেষ্টাকে তাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা বলে মনে করেন।

প্রসঙ্গত, সৌদি বাদশার ছেলে মুহাম্মদ বিন সালমান যুবরাজের দায়িত্ব নেয়ার পর থেকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা জোরদার করেছেন। এমনকি তিনি অন্য আরব দেশগুলোকেও এ কাজে উৎসাহ দিচ্ছেন।