1:27 PM, 13 November, 2025

​সামিকে বিশেষ সম্মাননা দিবে মোহনবাগান

sami_0

ক্লাব বিশ্বকাপে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। আর তাতেই বাজিমাত করেছেন ভারতীয় দলের পেসার মোহাম্মদ সামি। তুলে নিয়েছেন ১৪ উইকেট। নজরকাড়া এমন পারফরম্যান্সের জন্য তাই সম্মানিত করা হবে এ গতি তারকাকে।

ভারতীয় ফুটবল ক্লাব মোহনবাগান থেকে এই সম্মাননা দেয়া হবে এমনটাই জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম খবর জি নিউজ। মোহনবাগান দিবস উপলক্ষ্যে ‘মোহনবাগান রত্ন’ সম্মানে ভূষিত করা হবে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কেশব দত্তকে। মোহনবাগান এই প্রথম একসঙ্গে দুই ক্রীড়াবিদকে সম্মানিত করছে। এবার থেকে প্রতি বছর দুইজন ক্রীড়াবিদকে ‘মোহনবাগান রত্ন’ সম্মানে সম্মানিত করা হবে।

এছাড়াও ঔইদিন সৌরভ গাঙ্গুলী, চূনী গ্বোস্বামী, ড. ভেজ পেজ, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দেবশঙ্কর হালদারের হাতে আজিবন সদস্যপদ তুলে দেয়া হবে।