খুলনায় সমাবেশে লক্ষাধিক লোক সমাগমের টার্গেট বিএনপির

মো: তৌহিদুর রহমান তাহসিন,খুলনা প্রতিনিধি:
আগামী ২৫ জুলাই বিএনপির বিভাগীয় সমাবেশে বড় ধরনের শোডাউন করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। খুলনা মহানগরী ও জেলা ছাড়াও বিভাগের অন্যান্য জেলা থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মীকে ওই দিন খুলনায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুলনা মহানগরী ও জেলা নেতাকর্মীরা হাদিস পার্ক ও সামনের সড়কে অবস্থান নেবে এবং বাইরের জেলার নেতাকর্মীরা থাকবে আশপাশের সড়কে। এতে আশপাশের সড়কগুলোও জনসাধারণে পরিপূর্ণ হয়ে পড়বে। বিশাল জনসমাগম ঘটিয়ে সরকারকে অন্যরকম বার্তা দিয়ে চাইছেন বিএনপির নেতারা।
গতকাল সোমবার সকালে সমাবেশের ভেন্যু পরিদর্শনকালে বিভিন্ন আলাপচারিতায় বিএনপি নেতাদের এই পরিকল্পনার কথা উঠে আসে। সেখানে জনসভার সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
ভেন্যু পরিদর্শন শেষে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের তিনি জানান, শহীদ হাদিস পার্কের শহীদ মিনারের মূল বেদীতে স্থাপিত হবে মঞ্চ। সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঢাকা থেকে আগত জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ, খুলনা মহানগর ও জেলা এবং বিভাগের ৯ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ শতাধিক নেতার জন্য মঞ্চে আসন সংরক্ষিত থাকবে। শুধু হাদিস পার্কই নয়, সংলগ্ন সকল সড়ক জনারণ্যে পরিণত হবে সমাবেশে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে। যে কারণে হাদিস পার্ক ছাড়িয়ে পিকচার প্যালেস মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, থানার মোড়, নগর ভবন-জেলা পরিষদের মোড় পর্যন্ত টানানো হবে মাইক। সমাবেশ মঞ্চের একেবারে সামনে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নারী কর্মীরা অবস্থান করবেন। মঞ্চের ডান পাশে থাকবে মিডিয়া কর্মীদের বসার স্থান।
এদিকে ভেন্যু পরিদর্শন শেষে দলীয় কার্যালয়ে সমাবেশকে সফল করতে গঠিত ১২টি উপ কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সকল সদস্য নিয়ে অনুষ্ঠিত হয় জরুরী সভা। এ সময় জানানো হয়, ২৫ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে মহানগর ও জেলা থেকে প্রায় দুই শতাধিক বাস, ট্রলার, নসিমন ও ইজি বাইকযোগে নেতাকর্মীরা খুলনায় আসবেন। তাদের বহনকারী যানবাহন নগরের কোন কোন স্থানে অবস্থান নেবে তা জানানো হয়।
সভা শেষে সমাবেশের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানান, সমাবেশ সফল করতে ইতিমধ্যে লক্ষাধিক লিফলেট বিতরণ করা হয়েছে। নগরীর প্রাণকেন্দ্র, সকল ওলিগলিতে, বাজার-বিপণী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতে পৌঁছে দেয়া হয়েছে লিফলেট। লিফলেট পৌঁছে গেছে প্রত্যন্ত মফস্বলে, উপজেলা সদরে এবং পৌরসভায়। ওয়ার্ড, ইউনিয়ন ও মহল্লায় মহল্লায় বিলি করা হচ্ছে লিফলেট। আজ থেকে পোস্টার লাগানো শুরু হবে। নগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে সিংহভাগ ওয়ার্ডেই প্রস্ততি সভা সম্পন্ন হয়েছে। প্রতিটি ওয়ার্ড থেকে বিশাল বিশাল মিছিল নির্ধারিত সময়েই সমাবেশস্থলে হাজির হবে। সেভাবেই প্রস্তুতি নিয়েছে ওয়ার্ড কমিটিগুলো।
সোমবারের ভেন্যু পরিদর্শন ও শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, আমীর এজাজ খান, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শাহজালাল বাবলু প্রমুখ।
