8:25 AM, 13 November, 2025

বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে চায় শ্রীলঙ্কা

sri-lanka_11

স্পোর্টস ডেস্কঃ ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কার বর্তমান অবস্থান ৮ এ। আর ৯০ পয়েন্টে বাংলাদেশের অবস্থান ৭। আর মাত্র ৪ দিন পর শুরু হবে লঙ্কা-বাংলা সিরিজ। র‌্যাংকিংয়ে এগিয়ে এগিয়ে যেতে তাই আসন্ন সিরিজকে পাখির চোখ করে রেখেছে স্বাগতিকরা। এমনটাই জানিয়েছেন দলটির প্রধান নির্বাচক আসান্থা ডি মেল। তিনি মনে করেন র‌্যাংকিংয়ে এগিয়ে যেতে তামিম-মুশফিকদের বিপক্ষে সিরিজটি হতে পারে জ্বালানি।

অবশ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেও এখনি র‌্যাংকিংয়ে আগানো হবে না লঙ্কানদের। কারণ টাইগারদের সাথে তাদের পার্থক্যটা ১১ পয়েন্টের। তবে রেটিং পয়েন্টে কিছুটা উন্নতি হবে। তাই এগিয়ে যাওয়ার মিশন হিসেবে প্রাথমিকভাবে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে চায় দ্বীপ দেশটি।

এ ব্যাপারে ডি মের বলেন, ‘এ সিরিজে আমাদের প্রধান লক্ষ্য র‌্যাংকিংয়ে উন্নতি করা। আমরা আট নম্বরে আছি এবং তারা সাত নম্বরে। উপরের স্থান অর্জন করতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে হবে। মইয়ে একধাপ উপরে ওঠার দিকেই নজর আমাদের।’

উল্লেখ্য, ২৫ জুলাই শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি ম্যাচ দুটি হবে ২৮ এবং ৩০ জুলাই। আর সিরিজে অংশগ্রহণ করতে গত ২০ জুলাই দেশ ছেড়েছে তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ দল।