খুলনায় ইজিবাইকে সবুজ রঙ ও ডান পাশ বন্ধের নির্দেশ কেসিসি

মো: তৌহিদুর রহমান তাহসিন,খুলনা প্রতিনিধি:
লনা মহানগরীতে চলাচলকারী সকল ইজিবাইক সবুজ রঙ করার নির্দেশ দিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এছাড়া ইজিবাইকের ছাদে লাল রঙ এবং ডানপাশের প্রবেশ পথ বন্ধেরও নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রোববার এই নির্দেশ জারি করে কেসিসির লাইসেন্স (যানবাহন) শাখা। নির্দেশনাটি বিজ্ঞপ্তি আকারে দৈনিক পত্রিকায় এবং কেসিসির বিভিন্ন ওয়ার্ড অফিসে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
কেসিসি সূত্রে জানা গেছে, নগরীতে যানজট নিরসন এবং ইজিবাইকের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য ইজিবাইকের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয় কেসিসি। গত ৬ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন ফরম জমা নেওয়া হয়। বিক্রি হওয়া ৮ হাজার ২২২টি ফরমের মধ্যে জমা পড়ে ৭ হাজার ৮৮৮টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭ হাজার ৭৯২টি আবেদন ফরম সঠিক আছে বলে শনাক্ত করা হয়। বাতিল করা হয়েছে ৯৬টি আবেদন।
কেসিসির লাইসেন্স শাখা থেকে জানানো হয়েছে, চালকদের লাইসেন্স প্রদানের আগে বাইরের ইজিবাইক যাতে নগরীতে প্রবেশ করতে না পারে সেজন্য সকল ইজিবাইক এক রকম করার নির্দেশ দিয়েছেন মেয়র তালুকদার আবদুল খালেক। মূলত সিটি মেয়রের নির্দেশে সকল ইজিবাইক চালক ও মালিকদের ইজিবাইকগুলো সবুজ রঙ এবং ওপরের কাপড় লাল করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনা এড়াতে ইজিবাইকের ডানপাশের অংশটি স্থায়ীভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেসিসির লাইসেন্স অফিসার (যানবাহন) রবিউল আলম জানান, ইজিবাইকগুলো রঙ করার কাজ শেষ হলে আগস্ট মাস থেকে ওয়ার্ডভিত্তিক তালিকা ধরে লাইসেন্স দেওয়া হবে। যাদের কাগজপত্র সঠিক আছে এবং ইজিবাইক রঙ করবে তারাই আগে লাইসেন্স পাবে। লাইসেন্স দেওয়ার পর নগরীর বাইরের কোনো ইজিবাইক বা লাইসেন্সবিহীন ইজিবাইক নগরীতে চলাচল করতে দেওয়া হবে না। যারা কেসিসির নির্দেশ মানবে না তারা কেউ ইজিবাইকের লাইসেন্স পাবে না।
