গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর নিহত

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রিপন মিয়া (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ ২১ জুলাই বিকেলে উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী গ্রামের আশরাফ আলীর পুত্র রিপন বন্যার পানিতে নিমজ্জিত বাড়ীর পাশের মাঠ দিয়ে কলাগাছের ভেলায় চড়ে রাস্তায় আসছিলো। এ সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে রিপন আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
