11:46 AM, 13 November, 2025

ভারতে গরু চুরির সন্দেহে ৩ জনকে পিটিয়ে মেরেছে গ্রামবাসী

india_50

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পূর্বাঞ্চলে গরু চুরির অভিযোগে উত্তেজিত গ্রামবাসী তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে এই খবর পাওয়া গেছে।

ভারতের বিহার রাজ্যে শুক্রবার সকালে মর্মান্তিক এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তিরা একটি মহিষ এবং বাছুরকে লরিতে উঠানোর চেষ্টা করলে গ্রামবাসীরা তাদের ধরে ফেলে। এরপর তাদের পিটিয়ে মেরে ফেলা হয়। নিহতদের মধ্যে একজন মুসলমান ছিলেন বলে জানা গেছে। চতুর্থ ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতে গো রক্ষকদের হাতে বিনা বিচারে নিরীহ মানুষকে মেরে ফেলার এটি সর্বশেষ ঘটনা। প্রসঙ্গত, হিন্দু ধর্মে গরুকে পবিত্র হিসেবে বিবেচনা করা হয় এবং এই ধর্মে গো হত্যা নিষিদ্ধ। গো-রক্ষকরা ধর্মীয় এই রীতির অপব্যবহার করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে আতংকের সৃষ্টি করছে। বিশেষ করে ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির সরকার দেশটির ক্ষমতায় যাওয়ার পর থেকেই গো-রক্ষকদের দৌরাত্ম্য বাড়তে থাকে।

২০১৪ সালের পর গো-রক্ষদের হাতে অনেকেই নিহত এবং আহত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধী ব্যক্তির বিচার হয়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত গরু সংক্রান্ত ঘটনায় কমপক্ষে ৪৪ জনকে হত্যা করা হয়েছে। নিহতদের বেশিরভাগই মুসলমান। সমালোচকদের অভিযোগ, হিন্দুত্ববাদী বিজেপির সরকারের প্রশ্রয়েই এসব অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এইসব অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়েছেন।