12:28 AM, 13 November, 2025

আমতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধোর

AMTALI-PIC-NAZMA-4-APRIL

এইচ. এম. রাসেল, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের ইব্রাহিম তার স্ত্রী নাজমা বেগম(৪০)কে এক লক্ষ টাকা যৌতুকের দাবিতে মারধোর করেছে।
গুরুতর আহত নাজমা আক্তার কে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, নির্যাতিতা নাজমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম রয়েছে। শরীরের বিষম যন্ত্রনায় কাতরাচ্ছে। আহত নাজমা কান্নাজনিত কন্ঠে জানান, বিয়ের ১৫ বছরে স্বামী যৌতুকের দাবিতে বিভিন্ন অযুহাতে একাধিকবার মারধর করেছে। তিনি আরো জানান, গতকাল আমার স্বামী বাপের বাড়ী থেকে ১ লাখ টাকা যৌতুকের দাবিতে আমাকে বেধরক মারধর করেছে।

ইতি পূর্বে আমার ওপর অমানুষিক নির্যাতন দেখে আমার ভাইয়েরা ১ লাখ টাকা দিয়ে একটি মটর সাইকেল কিনে দেন। মটর সাইকেল কিনে দেওয়ার কিছুদিন পরই পুনরায় ১ লাখ টাকার জন্য আমাকে মারধোর শুরু করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা কয়েক বার সালিশ বৈঠক করে মিলিয়ে দেন । কিন্তু কিছু দিন যাওয়ার পরেই পুনরায় যৌতুকের জন্য মারধোর করা শুরু করেন। এবং আমার দু সন্তানসহ আমাকে বাড়ী থেকে তাড়িয়ে দেন। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।