রাজধানীর ঢাকা শান্তিনগরে ফের ভবনে আগুন।

অনলাইন ডেক্স:রাজধানীর শান্তিনগরের পীরসাহেবের গলিতে ৯ তলা ভবনের ৪র্থ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ভবনের ৫ তলায় আগুন লাগে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারন জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাছেল আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
উল্লেখ্য, রাজধানীর মেরুল বাড্ডায় একটি ফিলিং স্টেশনের পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
এরআগে, ভোর ৩টার দিকে খিলগাঁও কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৬ ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়ীরা।
