10:01 AM, 13 November, 2025

পিএইচডি করছেন মুশফিক

mushfiqur-rahim_14

স্পোর্টস ডেস্কঃ পিএইচডি করছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। পিএইচডির বিষয় হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রিকেট।

এর আগে জাতীয় দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর দুটোতেই পেয়েছেন প্রথম শ্রেণি। এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন জিপিএ-৫ নিয়ে।

বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন কদিন আগেই। চলছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নিবিড় অনুশীলন। এর মাঝেই সময় বের করে মুশফিক চলে গিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কেননা শ্রীলঙ্কা সফরের আগেই যে বসতে হবে পরীক্ষায়। তাই ক্রিকেটের পাশাপাশি মনযোগ দিয়েছেন এমফিলের পড়া নিয়েও।