ভারতের জন্য খুলে গেলো পাকিস্তানের আকাশ

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান সরকার সব বেসামরিক বিমানের জন্য দেশটির আকাশপথ উন্মুক্ত করেছে। এ বছরের প্রথমদিকে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মুখে নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছিলো পাকিস্তান। ঘোষণার দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
মঙ্গলবার এমন সিদ্ধান্তের কথা জানায় দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ। ইরান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা পার্স টুডে এমন খবর প্রকাশ করে।
এ বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের সঙ্গে উত্তেজনার মুখে পাকিস্তান নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছিল। ওই সময় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার আশেপাশে উভয় দেশের যুদ্ধবিমান পরস্পরের সঙ্গে সংক্ষিপ্ত লড়াইয়েও লিপ্ত হয়। আর সেই ঘটনায় ভারত তাদের দুটি বিমান হারায় এবং উইং কমান্ডার অভিনন্দনকেও গ্রেপ্তার করে পাকিস্তান। যা নিয়ে পরে দেশ দুটির মাঝে চরম উত্তেজনা বিরাজ করেছিলো। অভিনন্দনকে ফেরতের মধ্য দিয়ে সেই পরিস্থিতি কিছুটা শান্ত হয় সে সময়।
পাকিস্তান মূলত গত মার্চ থেকে দেশটি তার আকাশপথ আংশিকভাবে খুলে দিলেও ভারতীয় বিমানের জন্য সেই নিষেধাজ্ঞা বহাল ছিলো। কিন্তু এবার সবার জন্যই পাকিস্তানের আকাশপথ উন্মুক্ত করা হলো।
আন্তর্জাতিক বিমান চলাচলের একটি প্রধান রুটের মাঝখানে পাকিস্তানের অবস্থান। এই কারণে বিমান চলাচলে নিষেধাজ্ঞার কারণে অনেক ক্ষতি হয়েছে ভারতের।
