5:30 PM, 13 November, 2025

“বেনাপোল এক্সপ্রেসের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা”

IMG_20190716_192304
শাহারিয়ার হুসাইন: সকল জল্পনা কল্পনার অবসান শেষে ১৭ জুলাই (বুধবার) বেনাপোল-ঢাকা রুটে রেল যাত্রা শুরু হতে যাচ্ছে । দক্ষিণ অঞ্চলের গণমানুষের  প্রানের দাবি পুরোন হতে চলেছে।
মঙ্গলবার  রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন  সাংবাদিকদের বলেন, মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নিজেই এ ট্রেনের ‘বেনাপোল এক্সপ্রেস” নামকরণ করেছেন। প্রধানমন্ত্রী বুধবার  বেলা ১১টায় ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং একুই সময় ঢাকা-রাজশাহী বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচলেরও উদ্বোধন করবেন তিনি।
বাংলাদেশ রেলওয়ে কৃতপক্ষ বলছেন, ভারত ভ্রমণকারীদের সুবিধা দিতেই বেনাপোল এক্সপ্রেস চালু করা হচ্ছে। বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারীদের পাশাপাশি দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার মানুষ এতে উপকৃত হবে।
নতুন এই ট্রেনে ঢাকা থেকে বেনাপোল যেতে সময় লাগবে আট ঘণ্টা। বেনাপোল থেকে দুপুর ১টায় ট্রেনটি ছাড়বে, ঢাকায় পৌঁছাবে রাত ৯টায়।
আবার রাত ১২টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৪৫ মিনিটে বেনাপোল পৌঁছাবে।
বেনাপোল থেকে ছাড়ার পর যশোর, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে বিরতি দেবে এই ট্রেন। ঈশ্বরদী থেকে সরাসরি ঢাকা চলে আসবে ট্রেনটি।
বেনাপোল এক্সপ্রেসে থাকবে নতুন ১২টি কোচ, তার মধ্যে দুটি থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত। প্রচলিত সুইং ডোরের পরিবর্তে এসব কোচে থাকছে নিরাপদ স্লাইডিং দরজা।
এ ট্রেনে শোভন চেয়ারের ভাড়া ৫৩৪ টাকা, এসি চেয়ার ১০১৩ টাকা, এসি প্রথম শ্রেণি ১২১৩ টাকা এবং এসি বার্থ টিকেটের দাম রাখা হয়েছে ১৮৬৯ টাকা।
বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে বেনাপোল রেলষ্টেশনে উপস্থিত থাকবেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেলের মহাপরিচালক শামছুজ্জামান সহ যশোরের ৬টি আসনের প্রত্যেক এমপি, পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও শার্শা উপজেলা নির্বহী অফিসার পুলক কুমার মন্ডল ।
এছাড়া আরো উপস্থিত থাকবেন স্থানীয় ব্যবসায়ি ও শার্শা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।