দেবীগঞ্জে পানিবন্দী মানুষদের মাঝে ভ্রাম্যমাণ স্বাস্থ্য সেবা চালু

কাজী সাইফুল দেবীগঞ্জ(পঞ্চগড়) সংবাদদাতাঃ
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের সহযোগিতায় জেলার দেবীগঞ্জে পানিবন্দী দরিদ্র জনগনের মাঝে মোবাইল স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচী চালু হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জের সদর ইউনয়নের সবুজপাড়া ( কালিস্থান ) গ্রামে চিকিৎসা সেবা প্রদানের মধ্য দিয়ে মোবাইল স্বাস্থ্য সেবা কর্মসূচীর উদ্ধোধন করেন, দেবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান।
দেবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা , মডেকিলে অফিসার ডাঃ অভিজিৎ রায়, আবু বক্কর সিদ্দিক আবু প্রমুখ।
প্রায় শতাধিক নারী-পুরুষ ও শিশুদের মাঝে প্রাথমিকভাবে স্বাস্থ্য পরিক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
