7:44 AM, 13 November, 2025

অল্পের জন্য রক্ষা পেলেন ৫২ হজযাত্রী

untitled-1_4910

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে একটি হজযাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের ভেতরে থাকা ৫২ হজযাত্রী। মঙ্গলবার সকালে তাদের বহনকারী বাস হাইওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে ছিটকে গেলেন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই বাসে কোনো বাংলাদেশি ছিলেন কিনা তা জানা যায়নি।

আবুধাবি পুলিশ জানিয়েছে, উমরাহ শেষে ওই বাসে করে যাত্রীরা পবিত্র মক্কা শহর থেকে ওমানের সুলতানেটে ফিরছিলেন।

ওমানের দিকে যেতে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। আশার কথা হল, এই ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, ধাতব রেলিংয়ে ধাক্কা না লাগলে বহু প্রাণহানি হওয়ার শঙ্কা ছিল।

আবুধাবি ট্রাফিক পুলিশের পরিচালক জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। হজযাত্রীদের খাবার এবং পানি সরবরাহ করা হয়েছে।