ক্যান্সার আক্রান্ত শিক্ষককে ৫০ হাজার টাকার চেক প্রদান

এইচ. এম. রাসেল, আমতলী প্রতিনিধিঃ
বরগুনা জেলার আমতলীতে ক্যান্সার আক্রান্ত রোগী কুতুবপুর মাদ্রাসার শিক্ষক আবদুস সত্তার মাস্টারের হাতে চিকিৎসা সহায়তার ৫০ হাজার টাকার চেক প্রদান।
সোমবার (১৫ জুলাই) বিকালে উপজেলা সমাজসেবা অফিস কক্ষে কুতুবপুর মাদ্রাসার শিক্ষক আবদুস সত্তার মাস্টারের হাতে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উদ্দিন। চেক প্রদানের সময় উপস্থত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উদ্দিন বলেন, কুতুবপুর মাদ্রাসার শিক্ষক আবদুস সত্তার মাস্টার দূরারোগ্য ক্যান্সারে ভুগছিল। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় আবদুস সত্তার মাস্টারকে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
