10:21 AM, 13 November, 2025

গরুর মৃত্যুতে বরখাস্ত ৮ কর্মকর্তা

zogi-adittonath

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা ও মির্জাপুরে সরকারি আশ্রয়কেন্দ্রে ৩৫ টি গরু মৃত্যুতে ৮ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছেন রাজ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সাথে অন্য জেলার কর্মকর্তাদেরও সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়া গরুর আশ্রয়কেন্দ্র গুলোর পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।

আশ্রয়কেন্দ্রে ১২ জুলাই থেকে একের পর এক ওই ৩৫টি গরুর মৃত্যু হয়। ভারতীয় সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার।

বরখাস্ত করা এসব কর্মকর্তাদের মধ্যে অযোধ্যার বিডিও, ব্লক ডেভেলপমেন্ট কর্মকর্তা, গ্রাম পঞ্চায়েত কর্মকর্তা, ডেপুটি চিফ ভেটেনারি কর্মকর্তা, জেলার মুখ্য পশু চিকিৎসক, নগর পালিকা নির্বাহী কর্মকর্তা, মিউনিসিপ্যালটি সিটি প্রকৌশলীর মত কর্মকর্তারা রয়েছেন। এছাড়াও শোকজ করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকেও।

এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গরুদের প্রতি অবহেলা করার অভিযোগে গো-রক্ষা আইনে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেন যোগী আদিত্যনাথ ৷

এর আগে প্রশাসন সূত্র জানায়, অনাহার, বৃষ্টি ও বজ্রপাতের জন্যই ওই মৃত্যু হয়েছে।

২০১৭ সালে রাজ্যটিতে বিজেপির যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় আসার পর থেকে গরুদের রক্ষণাবেক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কয়েক মাস আগে এদিক-সেদিক ঘুরে বেড়ানো গরুদের নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয় মানুষের মধ্যে। গরু গুলো ক্ষেতের ফসল নষ্ট করে দেয়ায় কৃষকরা ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে কৃষকরা গরুদের ধরে ধরে স্থানীয় বিদ্যালয় ও সরকারি ভবনে তালা দিয়ে রাখতেন।