5:21 PM, 13 November, 2025

গাইবান্ধায় হুইপ মাহাবুব আরা বেগম গিনির ৩ টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

Whipe pic (2)

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি আজ ১৫ জুলাই সোমবার ৩টি সড়ক পাকাকরণের ভিত্তি স্থাপন করেন। এ সড়কগুলো নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই অর্থের সাহায্যে প্রায় ২ কিলো মিটার রাস্তা পাকাকরণ করা হবে। এর মধ্যে রয়েছে শাপলা ধানকল হতে মধ্যধানঘড়া বালিকা বিদ্যালয় সড়ক উন্নয়ন কাজ ৬২ লাখ টাকা, নারায়নপুর থেকে পৌরসভার বর্ডার পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজ ৫০ লাখ টাকা এবং কোমরপুর হেলিপ্যাড হতে তুলসীঘাট কলেজ পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজে ৪৮ লাখ টাকা ব্যায়ে এসব রাস্তা বাস্তবায়ন করা হবে। এসময় উপস্থিত ছিলেন বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু, আওয়ামী লীগ সাহাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।