10:01 AM, 13 November, 2025

হেড কোচের সন্ধানে বিসিবি

bcb

স্পোর্টস ডেস্কঃ দলের চরম ক্রন্তিকালে গ্যারি কারস্টেনের পরামর্শে বিসিবি নিয়োগ দিয়েছিল স্টিভ রোডসকে। তার সময়কালে দলের সময় মন্দ যায়নি। জয় পেয়েছে বড় বড় দলের সাথে। কিন্তু বিশ্বকাপে প্রত্যাশানুযায়ী ফলাফল না আসায় নির্ধারিত সময়ের আগেই বিসিবি ছেঁটে ফেলেছে এই ইংলিশকে। রোডসের সাথে বাদ দেয়া হয়েছে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং স্পিন বোলিং কোচ সুনীল যোশিকে।

এমতাবস্থায় দলের জন্য হেড কোচ খুঁজছে বিসিবি। আর এজন্য ১১ জুলাই নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও দিয়েছে বিসিবি। আবেদনের সময়সীমা ১৮ জুলাই। এই সমযের মধ্যে আগ্রহী প্রার্থীকে এক কপি ছবি ও জীবন বৃত্তান্ত বিসিবির মেইলে পাঠাতে বলা হযেছে। এছাড়াও প্রয়োজনীয় সব যোগ্যতাগুলোর কথা ঐ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিসিবি।

উল্লেখ্য, ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংরাদেশের কোচ থাকার কথা ছিল রোডসের। কিন্তু বিশ্বকাপের ব্যর্থতার কারণে পারস্পরিক মীমাংসার মাধ্যমে বিদায় করা হয়েছে রোডসকে। ইংলিশ এই কোচের অধীনে টাইগাররা খেলেছে ৮ টি টেস্ট, ৩০ টি ওয়ানডে আর ৬ টি টি-টুয়েন্টি।