5:32 PM, 13 November, 2025

অনশনরত এক শিক্ষকের মৃত্যু

untitled-1_4887

নিজস্ব সংবাদদাতাঃ জাতীয়করণের দাবিতে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক মারা গেছেন। ওই শিক্ষকের নাম জাকির হোসেন (৪০)। তিনি মধুখালি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শুক্রবার (১২ জুলাই) রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়। জাকির হোসেন ফরিদপুরের মধুখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। জাকির হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিক্ষক আন্দোলনের সভাপতি মামুনুর রশিদ।

মামুনুর রশীদ বলেন, ‘জাকির হোসেন আগে থেকেই ডায়াবেটিস রোগী ছিলেন। অনশনে থাকা অবস্থাতেই তিনি জ্বরে আক্রান্ত হন। জ্বর হওয়ার পর তিনি গ্রামের বাড়ি ফরিদপুরে চলে যান এবং সেখানে চিকিৎসা করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানেই গতকাল রাত বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেনের মৃত্যু হয়।’

টানা অনশনের কারণে তার শরীর ও মানসিক শক্তি দুর্বল হয়ে পড়েছিল বলে জানান শিক্ষক নেতা মামুন।

এর আগে ২০১৮ সালের জানুয়ারি মাসেও একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেন শিক্ষকরা। এরপর গত ১৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর ২৯ জুন প্রতীকী অনশন করেন।

গত ৩০ জুন থেকে ২ জুলাই পালন করেন অনশন কর্মসূচি। এরপরও ৩ জুলাই থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।