এবারো কোটি টাকা মিললো পাগলা মসজিদের সিন্দুকে

নিজস্ব সংবাদদাতাঃ কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদের আজকের সিন্ধুক থেকে ০১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। দান সিন্দুক প্রথা অনুসারে তিন মাস পর আবারো শনিবার (১৩ জুলাই) সকাল ৯টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৮টি দান সিন্দুক খোলা হয়। বিকেলে গণনা শেষে এ হিসেব পাওয়া যায়।
এর আগে গত ১৩ই এপ্রিল দান সিন্দুক খোলার পর এক কোটি ৮ লাখ ৯২০০ টাকা পাওয়া গিয়েছিল।
গত ১৯শে জানুয়ারি পাওয়া যায় এক কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৪৭৩ টাকা। এছাড়া গত বছরের ১৩ই অক্টোবর দান সিন্দুক খোলার পর এক কোটি ১৩ লাখ ৯৬ হাজার ৬৮৫ টাকা পাওয়া গিয়েছিল।
অর্থাৎ গত এক বছরে পাগলা মসজিদে দান হিসেবে চার কোটি ৫০ লাখ ১৩ হাজার ৮০৮ টাকা পাওয়া গেছে। সে হিসেবে প্রতিদিন গড়ে সোয়া লাখ টাকা মসজিদটিতে মানুষ দান করেছেন।
টাকা গণনা কাজ তদারকি করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন ও মীর মো. আল কামাহ তমাল।
এছাড়া কমিটির সদস্য হিসেবে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনম নৌশাদ খান ও সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু টাকা গণনা কাজ তদারকি করেছেন।
টাকা গণনা কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, ‘পাগলা মসজিদের দান সিন্দুক খুলে এবার এক কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে। টাকাগুলো রূপালী ব্যাংকে জমা করা হয়েছে।’
এছাড়া ইউরো, ইউএস ডলার, সৌদি রিয়াল, কুয়েতী দিনার ও ভারতীয় রুপী এবং স্বর্ণালঙ্কার পাগলা মসজিদের দান বাক্সে জমা পড়েছে বলে জানান তিনি।
