10:00 AM, 13 November, 2025

ক্রিকেটে রানার্সআপ বাংলাদেশের এমপিরা

untitled-1_4875

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সংসদীয় দলের কাছে ৯ উইকেটে হেরে আন্তঃসংসদীয় (ইন্টার-পার্লামেন্টারি) বিশ্বকাপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সংসদীয় দল। শুক্রবার লন্ডনের কেন্টে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান করে পলক-দুর্জয়রা। জবাবে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৫ রান করে পাকিস্তান।

এর আগে গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা দেশগুলোর সংসদ সদস্যদের নিয়ে ইংল্যান্ডে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে চলমান ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী আটটি দেশের আন্তঃসংসদীয় ক্রিকেট দল।

দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অল স্টার একাদশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ডের সংসদ সদস্যরা।

বাংলাদেশ সাংসদীয় ক্রিকেট দল: নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), শাহরিয়ার আলম, জাহিদ আহসান রাসেল, জুনায়েদ আহমেদ পলক, নাজমুল হাসান পাপন, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নুরুন্নবী চৌধুরী শাওন, নাহিম রাজ্জাক, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, জুয়েল আরেং, আনোয়ারুল আবেদীন খান তুহিন, আহসান আদিলুর রহমান আদিল, তানভীর হাসান ছোট মনির, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম শিমুল, ফাহিম গোলন্দাজ বাবেল, মোহাম্মদ আয়েনউদ্দিন, শামীম হায়দার পাটোয়ারি ও আনোয়ারুল আজীম আনার।