10:26 AM, 13 November, 2025

উবারে যোগ হলো উড়োজাহাজ

uber-copter

আন্তর্জাতিক ডেস্কঃ রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার চালু করেছে উড়োজাহাজ সেবা। যুক্তরাষ্ট্রের ম্যানহাটন থেকে জেএফকে বিমানবন্দরে যাওয়া যাবে উবারের উড়োজাহাজে। এজন্য একজন যাত্রীর খরচ পড়বে ২০০ থেকে ২৫০ মার্কিন ডলার। গত বুধবার আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করে উবার।

বর্তমানে শুধু একটি বিমানবন্দরে চালু হলেও উবার আশা করছে শিগগিরই তারা পুরো যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার সেবা চালু করতে পারবে।

ডেইলি মেইলের খবরে বলা হয়, মিডটাউন থেকে জেএফকে যাত্রার জন্য উবার অ্যাপস থেকে উড়োজাহাজ বুকিং দেওয়া যাবে। ব্যবসায়ী ও পর্যটকরা এ সেবা বেশি গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

তবে উবারের এই সেবাকে ইতিবাচকভাবে নেননি অনেকে। নিউইয়র্কের মেয়র বিল ব্লাসে সমালোচনা করে বলেছেন, ‘উড়োজহাজ দুর্ঘটনার কারণে ম্যানহাটনে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ করা উচিত।’

উবারের এই উড়োজাহাজ সেবার নাম দেওয়া হয়েছে ‌‘উবার কপ্টার’। পাঁচটি সিট রয়েছে উড়োজাহাজে। একজন যাত্রী একটি হাত ব্যাগ ও একটি ল্যাপটপ বহন করতে পারবেন সঙ্গে।