‘ফাইভজি কেবল কথা বলার জন্য নয় : মোস্তফা জব্বার

নিজস্ব সংবাদদাতাঃ রাজধানীর আগারগাওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে ‘ইসেট ল্যাপটপ ফেয়ার ২০১৯’। এক্সপো মেকারের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বৃষ্টিভেজা দিনে মেলা শুরু হয় ১০টায়। সবার জন্য উন্মুক্ত তিনদিন ব্যাপী এ মেলা চলবে শনিবার পর্যন্ত।
মেলার কৌশলগত পরিকল্পনাকারী মুহাম্মদ খান বলেন, ২১ তম ল্যাপটপ মেলায় তরুণদের প্রত্যাশা করছি। মেলায় কিছু না কিছু ছাড় ও উপহার থাকছে।
অনুষ্ঠানের উদ্বোধনীতে মন্ত্রী বলেন, এক সময় মাউস মানুষকে দেখাতে হতো। এখানকার কম্পিউটার বিক্রেতারা শিক্ষকের ভূমিকা পালন করছেন। বাংলাদেশ এখন বদলেছে। সামনে ৫ বছরে প্রযুক্তির পরিবর্তন আসবে আরও। দেশে প্রতিবছর ৪ কোটি ফোন বিক্রি হয়। এর মধ্যে ৩০ শতাংশ স্মার্টফোন। আগামী ২ বছরে তা ৭০ শতাংশেে পৌঁছাবে। এখন ডেটার ব্যবহার টেরাবাইটের ওপরে গেছে।
মন্ত্রী আরও বলেন, ৫ জি কেবল কথা বলার জন্য নয়। এর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হবে। আইওটি বিল্ট ইন থাকবে। হার্ডওয়্যার রূপান্তর কাজে লাগাতে হবে। ভবিষ্যতে দেশে কম্পিউটার বাজার অনেক বড়। বিশেষ করে শিশুদের হাতে ডিজিটাল কনটেন্টসহ ল্যাপটপ ধরিয়ে দিলেই তা টের পাওয়া যাবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাবে।
