8:15 AM, 13 November, 2025

লা লিগায় রিয়াল মাদ্রিদের আবারও হোচঁট

Soccer: International Champions Cup-Real Madrid at AS Roma

Aug 7, 2018; East Rutherford, NJ, USA; Real Madrid defender Nacho (6) and Roma forward Stephan El Shaarawy (92) battle for the ball during an International Champions Cup soccer match at MetLife Stadium. Mandatory Credit: Noah K. Murray-USA TODAY Sports

মোঃ আলী আকবর রনী
ক্রীড়া প্রত‌িবেদক:
লা লিগায় রিয়াল মাদ্রিদের আবারও হোচঁট।রিয়াল মাদ্রিদের দূর্ভাগ্য যেন সঙ্গি হয়ে দাড়িয়েছে। এক মৌসুমে তিনটি কোচ পরিবর্তন করেও হারের গন্ডি থেকে বের হতে পারছে না। আবারও লা লাগিয়ায় গত রাতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হলো। জিদান দ্বিতীয়বার রিয়ালের দায়িত্ব নেয়ার পর তার প্রথম ম্যাচ ছিল এটি। কিন্তু তার প্রত্যাবর্তনটি সুখকর হলোনা। প্রথম ম্যাচেই তাকে হারের স্বাদ নিতে হলো।
খেলার ৩৫ মিনিটের মাথায় রিয়ালের জালে ভ্যালেন্সিয়ার পক্ষে প্রথম গোলটি আসে স্প্যানিস তারকা কার্লোস সোলার এর এ্যাসিস্টএ গোল করেন পূর্তগাল তারকা গঞ্জালো গুয়েডেস। ভ্যালেন্সিয়ার ১ গোলের লিড নিয়ে দুদল বিরতী যায়। দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটের মাথায় আবারও রিয়ালের জালে ভ্যালেন্সিয়ার পক্ষে কর্ণার থেকে হেড দিয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার ই গ্রে।
খেলার অতিরিক্ত সময়ে রিয়াল পক্ষে সান্তনাসূচক  গোলটি আসে লুকা মদ্রিদ এর কর্ণার কিক থেকে হেড দিয়ে গোল করেন ফরাসি তারকা কারিম বেঞ্জামা। উক্ত গোলে শুধু হারের ব্যবধানই কমে রিয়াল এর। গতকালকের খেলার শেষে লা লিগায় রিয়াল মাদ্রিদের ৩০ ম্যাচে ৯ হার নিয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থান এ আছে। যথাক্রমে পয়েন্ট টেবিলের ১ম স্থানে আছে বার্সালোনা ।