6:37 AM, 13 November, 2025

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ চায় ঢাবি শিক্ষার্থীরা

dhaka-university-78

নিজস্ব সংবাদদাতাঃ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে তা প্রকাশ্যে কার্যকর করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার করে ধর্ষককে ফাঁসিতে ঝোলানোর দাবি জানান তারা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। শতাধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে ডাকসুর কমনরুম ও ক্যাফেটরিয়া বিষয়ক সম্পাদক বিএম লিপি আক্তার বলেন, ‘আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই। তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেয়া হোক।’ তিনি বলেন, ‘অন্যান্য অপরাধের বিচার হলেও ধর্ষকদের বিচার সেভাবে হচ্ছে না। একটা খুনের চেয়ে ধর্ষণ কোনো অংশেই ছোট না। ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে স্বাভাবিকভাবে ধর্ষকরা ভয় পাবে।’

ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার বলেন, ‘ধর্ষণ কারো একক সমস্যা নয়, এটি দেশ, সমাজ তথা সারা বিশ্বের বিবেকবান মানুষের কাছে মূর্তমান আতঙ্ক।’

পরিবেশ বিজ্ঞানী কানিজ আকলিমা সুলতানা বলেন, ‘ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। যে কোনো মহামারী সরকার চাইলে রুখতে পারে।’