8:30 AM, 13 November, 2025

ট্রাম্পকে অকর্মা বলে রাষ্ট্রদূতের পাঠানো মেইল ফাঁস

donald-trump_48

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অকর্মা হিসেবে অখ্যায়িত করেছেন দেশটিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ডেরক। সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিযুক্ত ওই ব্রিটিশ দূতের কিছু মেইল বার্তা ফাঁস হলে এমন তথ্য পাওয়া যায়। বন্ধু প্রতীম দেশের রাষ্ট্রদূতের এমন মন্তব্যের কারণে বিব্রতকর অবস্থায় পড়েছে ট্রাম্প।

যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা ডেইলি মেইল যুক্তরাষ্ট্রে নিযুক্ত ওই রাষ্ট্রদূতের একগুচ্ছ গোপনীয় ইমেইল প্রকাশ করে।

ডেরকের ফাঁস হওয়া ওই বার্তায় বলা হয়, ট্রাম্পের শাসনামলে হোয়াইট হাউজকে একেবারেই অকার্যকর ও বিভক্ত বলে মন্তব্য করেছেন। খোদ ট্রাম্পকে অকর্মা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

এ নিয়ে নানা ধরণের মন্তব্য করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেকেই লিখেছেন, ট্রাম্প যে অকর্মা তা ব্রিটিশ রাষ্ট্রদূত বুঝতে পারলেও ব্রিটিশ সরকার বাস্তবে তা উপলব্ধি করতে পারছে না। ব্রিটিশ সরকার ঠিকই ট্রাম্পকে অনুসরণ করে যাচ্ছে।

এদিকে ব্রিটিশ রাষ্ট্রদূতের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সঙ্গে আর কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

ট্রাম্পের এমন ঘোষণার পরেই ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে নিজ রাষ্ট্রদূত কিম ডেরকের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ রাষ্ট্রদূতের প্রতি প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থন রয়েছে।