10:01 AM, 13 November, 2025

৩ বাহিনীর প্রধানদের রোহিঙ্গা শিবির পরিদর্শন

bgb-chif

নিউজ ডেস্কঃ কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তিন প্রধান। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)’র মহাপরিচালক ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছানোর পর দুপুর ৩টায় সময় তারা রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান।

এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন গণমাধ্যমকে জানান, মূলত রোহিঙ্গা শিবির নিয়ে স্থানীয়দের জনজীবনের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এবং শিবিরগুলোতে যাতে সন্ত্রাসী রোহিঙ্গাদের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে না পারে সেটাই তিন বাহিনী প্রধানগণ দেখবেন।

তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী তিন সংস্থার প্রধানগণ সারাদিন শিবিরগুলো পরিদর্শন করে কক্সবাজারেই রাত্রি যাপন করবেন। তাদের সঙ্গে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খোন্দকার গোলাম ফারুকও থাকবেন।

বুধবার তারা ঢাকায় ফিরে রোহিঙ্গা শিবিরের চতুর্দিকে ঘেরা বেড়া দে্য়াসহ নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুপারিশ করতে পারেন।