‘আসুন চা খেতে খেতে আলোচনা করি’ রিকশাচালকদের মেয়র

নিজস্ব সংবাদদাতাঃ বৈধ ও লাইসেন্সধারী রিকশা চালকদের আলোচনায় বসার প্রস্তাব দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন।
এসময় মেয়র সাঈদ খোকন বলেন, ‘নগরীর কোটি মানুষকে জিম্মি করে, ভোগান্তি দিয়ে দাবি আদায় করা কতটা যৌক্তিক ভেবে দেখতে হবে। এটা প্রতিবাদের ভাষা হতে পারে না। আসুন সবাই মিলে বসে আলোচনা করে সমস্যার সমাধান করি। আপনারা নগব ভবনে আসুন, চা খেতে খেতে আলোচনা করি। আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারি।’
নগরীতে ১ হাজারের ওপরে রাস্তা রয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘সেখান থেকে মাত্র তিনটি সড়কে রিকশা বন্ধে করা হয়েছে, আন্দোলনের কিছু নেই। এতে রিকশাচালক ভাইদের সমস্যা হওয়ার কথা না। গতকাল কুড়িল, বিশ্ব রোডসহ বেশ কয়েকটি জায়গায় তারা আন্দোলন করেছে। আজও বেশ কয়েকটি জায়গায় রাস্তা বন্ধ করার খবর পেয়েছি। এটা খুবই দুঃখজনক।’
এর আগে রাজধানীর তিনটি সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করে রিকশাচালকরা।
