10:01 AM, 13 November, 2025

এরশাদ পুত্র এরিককে অপহরণের হুমকি

erik-ershad

নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের একমাত্র সন্তান এরিক এরশাদকে অপহরণের হুকমি দেয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর বনানী থানায় এ ঘটনায় একটি জিডি করা হয়েছে বলেও জানা যায়। এরশাদের ব্যক্তিগত সহকারী ও দলটির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে খালেদ আক্তার জানান, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গত তিন দিন কয়েক দফায় এরিক এরশাদের ফোনে কল দিয়ে তাকে অপহরণ করার হুমকি দিয়েছেন।

বিদিশা সঙ্গে এরশাদের বিবাহ বিচ্ছেদের পর ছেলে এরিক মা বিদিশার সাথেই বসবাস করেন। কিন্তু বিচ্ছেদের পর এরিকের বিষয়টি গড়ায় কোর্টে পর্যন্ত। সে সময় সপ্তাহে নির্দিষ্ট দিনে ছেলেকে কাছে রাখার সুযোগ পেতেন বিদিশা। একটা সময় এমন ছিল যে নির্দিষ্ট দিনে সকালে মা বিদিশা ছেলেকে বাসায় নিয়ে যেতেন এবং সন্ধ্যায় এরশাদের বারিধারার বাসায় দিয়ে আসতেন তিনি। বর্তমানে এরিক তার বাবা এরশাদের বারিধারার বাসাতেই থাকেন।

তবে সম্প্রতি অসুস্থতা বাড়ার পর নিজের স্থাবর অস্থাবর সব সম্পত্তি একটি ট্রাস্টের নামে লিখে দেন এরশাদ। সেই ট্রাস্ট্রের প্রধান উদ্দেশ্য হিসেবে বলা হয় এরিকের ভরণপোষণ। এরিকের ভরণপোষণ শেষে উদ্বৃত্ত অর্থ সমাজসেবামূলক কাজে ব্যবহার করা যাবে। এমনকি এরিকের পরবর্তী প্রজন্মও এ ট্রাস্ট্রের সুবিধাভোগী হবেন বলেও শর্ত যুক্ত করা হয়েছে।

এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গেছে, বিদিশা ফোন করেছিলেন এরিককে। সে সময় তিনি এরশাদের বাসার স্টাফদের ব্যাপারে তাকে সতর্ক থাকার পরামর্শ দেন। এরিকের মনে স্টাফদের সম্পর্কে ভয় ঢোকানোর চেষ্টা করেন বিদিশা। এরিক পরে বিষয়টি স্টাফদের কাছে বলে দিয়েছেন।