এরশাদের অবস্থা আশঙ্কাজনক : জিএম কাদের

নিজস্ব সংবাদদাতাঃ সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত ও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। রবিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
জিএম কাদের বলেন, ‘তার হেমোডায়াফিলট্রেশন চলছে। পালস, ব্লাড প্রেশার, অন্য সবকিছু স্বাভাবিকভাবে চলছে, তবে তা শুধুমাত্র লাইফ সাপোর্টে রাখার কারণে। যতদিন তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারবেন না, ততদিন তাকে এভাবে রাখা হবে।’
তিনি বলেন, ‘রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কর্তৃপক্ষ তার চিকিৎসায় কোনো খুঁত রাখছেন না।’
গত ২৬ জুন শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ। পরে গত রবিবার তার অবস্থার অবনতি হয়।
