বিশ্বকাপে ফের ৫ উইকেট পেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্কঃ গত ম্যাচে ভারতের সাথে ৬০ রান খরচায় পেয়েছিলেন ৫ উইকেট। ঠিক এক ম্যাচ পর আবার সেই কীর্তি গড়লেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আজো পাকিস্থানের বিপক্ষে তুলে নিলেন ৫ উইকেট। আর তাতে ২০ উইকেট নিয়ে উইকেট শিকারের তালিকায় দুই নম্বরে উঠে এলো মুস্তাফিজ।
এর আগে লর্ডসে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্থান। দলীয় ২৩ রানেই সাইফুদ্দিনের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান ফখর জামান। এরপর বাবর আজম আর ইমামুল হক মিলে গড়েন ১৫৭ রানের জুটি। কিন্তু অল্প রানেই এই দুইজন ফিরে গেলেও রানে ভাটা পড়েনি। শেষুদিকে ইমাদ ওয়াসিমের ২৫ বলে ঝড়ো ৪৩ রানের উপর ভর করে ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে পাকিস্থান। ৫ উইকেট পেলেও ১০ ওভারে মুস্তাফিজ দেন ৭৫ রান। আর ৩ উইকেটের বিনিময়ে সাইফুদ্দিনের খরচ ছিল ৯ ওভারে ৭৭ রান।
