4:03 PM, 13 November, 2025

আরো একটি রেকর্ডের সামনে সাকিব

index

স্পোর্টস ডেস্কঃ দল সেমিফাইনালে যেতে পারেনি। তাতে কি! এই বিশ্বকাপ সাকিবকে যা দিয়েছে, তাতে রীতিমতো অনেক কিংবদন্তিকে পিছনে ফেলেছেন এই রেকর্ড বয়। তাই বলায় যায় এবারের আসর স্বপ্নের থেকেও ভালো কেটেছে সাকিবের।

ব্যাট হাতে ৫৪২ রানের পাশাপাশি বল হাতে ১১ উইকেট নিয়ে অনেকগুলো রেকর্ডে নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। শেষ ম্যাচে এসে আরো একটি রেকর্ড হাতছানি দিচ্ছে এই অলরাউন্ডারকে। বিশ্বকাপে তিন নাম্বার পজিশনে ব্যাট করে এখনো পর্যন্ত বেশি রান করেছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। ২০০৭ বিশ্বকাপে এই গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাট করে লংকান গ্রেটের সংগ্রহ ছিল ৫৪৮ রান।

তবে এ রান করতে জয়াবর্ধনকে খেলতে হয়েছিল ১১ ইনিংস। সাকিব জয়াবর্ধনের থেকে ৬ রান কম করলেও ব্যাট করেছেন মাত্র ৭ ইনিংস। তাই নিঃসন্দেহে বলাই যায় সে সময় পার করছেন সাকিব, তাতে আজ পাকিস্তানের সাথে ম্যাচের পরই এ রেকর্ডটি চলে যাচ্ছে তার দখলে।