মুশফিকের খেলার ব্যাপারে আশাবাদী রোডস

স্পোর্টস ডেস্কঃ পাকিস্থানের সাথে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে চোট পেয়েছেন বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আজ নেটে ব্যাট করার সময় কুনইতে আঘাত পান দেশসেরা এই ব্যাটসম্যান। তবে পাকিস্থানের সাথে মুশফিকের মাঠা নামা নিয়ে এখনো কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট। তাই আগেই বলা যাচ্ছে না শেষ ম্যাচে কালকের ম্যাচে মি. ডিপেন্ডেবলকে পাওয়া যাবে কি না।
তবে এ ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন দলের হেড কোচ স্টিভ রোডস। সাংবাদিকদের রোডস বলেন, আমি ফিজিওর সঙ্গে এখনো কথা বলিনি। মুশফিক যেখানে ব্যাথা পেয়েছে সেখানে খুব গুরুতর কিছু হয় না। আমার মনে হয় না খারাপ কিছু হয়েছে। আশা করি ব্যথা সেরে যাবে।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচের আগেও অনুশীলনে ব্যাথা পেয়েছিলেন মুশফিক। কিন্তু শেষ পর্যন্ত ঠিকই মাঠে নেমেছিলেন এই টপ অর্ডার। তবে চোটকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্থানের বিপক্ষে মাঠে নামবেন কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল ম্যাচের আগ পর্যন্ত।
