পানি দেই না বলে ইলিশ দেয় না : মমতা

আন্তর্জাতিক ডেস্কঃ তিস্তা নদীর পানি না দেয়ার কারণে ইলিশ মাছ দিচ্ছে না বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাঙালি মাছে-ভাতে থাকতে ভালোবাসে । কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার পানি দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ দেয়া বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। কিন্তু পানি নেই, তাই কোথা থেকে পানি দেব?’
তিনি আরো বলেন, ‘আমরা ইলিশ মাছ উৎপাদনের লক্ষ্যে রিসার্চ সেন্টার করেছি। আমাদের এই বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে আমাদের এই ইলিশ নিয়ে গবেষণা শেষে আমরা প্রচুর ইলিশ উৎপাদনে সমর্থ হব। তখন গোটা দেশে ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর আমাদের বাইর থেকে ইলিশ আনতে হবে না।’
বাংলাদেশ সরকার ২০১২ সালের জুলাই থেকে দেশটিতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে পশ্চিমবঙ্গের ইলিশ ব্যবসায়ীরা। কিন্তু বাংলাদেশ সরকার সেই নিষেধাজ্ঞায় এখনো প্রত্যাহার করেনি।
বাংলাদেশ এখনো তিস্তার পানির দাবিতে অনড় থাকলেও ভারত সরকার এখনো তাতে সবুজ সংকেত দেয়নি। কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের সময় থেকেই এই পানি বণ্টনের জন্য দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা নদীতে পানি না থাকার কারণ দেখিয়ে এই পানি বণ্টন চুক্তির বিরোধিতা করছেন।
