4:39 PM, 13 November, 2025

গাইবান্ধায় ২ ডাকাত সদস্য গ্রেফতার

index

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের গাইবান্ধা-সুন্দরগঞ্জ-রংপুর উপ-মহাসড়ক থেকে ডাকাতির প্রস্তুতিকালে সোমবার দিনগত গভীর রাতে ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গাইবান্ধা সদর থানা পুলিশ নিয়মিত টহল প্রদানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হচ্ছে- গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা নাখরাজ পাড়ার আইয়ুব আলীর ছেলে কাজল মিয়া (১৯) ও সাদুল্যাপুর উপজেলার প্রতাবপাড়ার হাফিজার রহমানের ছেলে সালমান মিয়া (২৩)। সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি এবং অটোরিক্সা ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।