রোগী পরিবহনে হয়রানি নবাবগঞ্জে ৩ মাস ধরে এম্বুলেন্স বিকল

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে:
সরকার যখন স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্দ পরিকর ঠিক সে সময় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ৩১ শয্যা থেকে উন্নীতকরণ ৫০ শয্যা হাসপাতালে দীর্ঘ ৩মাস ধরে ভর্তী থাকা রোগী পরিবহনের একমাত্র এম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে রয়েছে। এর কারণে রোগী সাধারণ হয়রানি শিকার হচ্ছে। বাধ্য হয়ে ভুক্ত ভোগীরা বাহির থেকে মাইক্রোবাস ,প্রাইভেট কার, বাড়তি টাকা ভাড়া দিয়ে সুদুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর রংপুর মেডিকেলে যেতে হয়। গত ২৭ শে জুন উপজেলা মাসিক আইন শৃঙ্গলা সভায় বিষয়টি নিয়ে আলোকপাত হলে উপজেলা নির্বাহী অফিসার জরুরী ভিত্তিতে সচল করতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মো: খায়রুল ইসলাম তপন জানান বিকল এম্বুলেন্স সচল করতে তিনি কর্তৃপক্ষ বরাবরে পত্র ও দিয়েছেন।
