12:49 AM, 13 November, 2025

বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো ভারত

untitled-1_4762

স্পোর্টস ডেস্কঃ টনটনের মতো বার্মিংহামের এজবাস্টনে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। ইতোমধ্যে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়ে ভারত। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় খেলাটি শুরু হবে।

এদিকে জানা গেছে, চার পেসার নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের নামার আগে একাদশে একাধিক পরিবর্তন আনার সম্ভাবনা ছিল আগে থেকেই। মাহমুদউল্লাহ রিয়াদ ফিটনেস টেস্টে না টিকলে তার পরিবর্তে খেলা নিশ্চিত সাব্বির রহমানের। কিন্তু এখন একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে মেহেদী হাসান মিরাজেরও। শুধুমাত্র গেম প্লেনের কারণেই একাদশ থেকে ছিটকে যেতে চলেছেন মিরাজ।

এজবাস্টনের মাঠ ছোট হওয়ায় স্পিনারদের ওপর চড়াও হওয়া খুব সহজ। গত ভারত-ইংল্যান্ড ম্যাচেই যার প্রমাণ মিলেছে। ভারতের দুই বিশ্ব সেরা রিস্ট স্পিনার ইউজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব বেদম পিটুনি খেয়েছে ইংলিশ ব্যাটসম্যানদের। সে ভাবনা থেকেই মেহেদী হাসান মিরাজকে ড্রপ দিয়ে একজন বাড়তি পেসার খেলানোর পরিকল্পনা এঁটেছে দল।

মিরাজকে একাদশ থেকে ছেঁটে ফেলার আরও একটি কারণ হলো, ভারতীয় ব্যাটসম্যানরা বেশ স্বচ্ছন্দেই স্পিন আক্রমণ সামলাতে পারে। এদিকে মাঠও যেহেতু ছোট, সেহেতু মিরাজকে খেলিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে আজ তাই বাংলাদেশ একাদশে রুবেল হোসেনের ফেরা প্রায় শতভাগ নিশ্চিত। এবারের বিশ্বকাপের মাত্র ১টি ম্যাচ খেললেও ভারতের ব্যাটিং লাইনআপের বিপক্ষে দলের আস্থা রুবেলের ওপরেই।