8:25 AM, 13 November, 2025

আজ শুর হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ

ban-20190702090231

স্পোর্টস ডেস্কঃ লড়াইটা যার জন্য বেঁচে থাকার এবং বেঁচে থাকতে হলে জিততে হবে তখন পেছনে ফেরার সুযোগ থাকে না একজন যোদ্ধার জন্য। বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের আজ শুধু জয়-পরাজয়ের হিসেব না নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন সামনে এসেছে। বার্নিংহামের এজবাস্টনে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

দলপতি মাশরাফি জানালেন নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তত আছে টাইগাররা। উইকেট এবং প্রতিপক্ষ শিবির নিয়ে চলেছে চুলচেরা হিসেব নিকেশ।

আজ খেলা হবে এজবাস্টনে ব্যবহৃত উইকেটে। যতই ইংলিশ কন্ডিশনে খেলা হোক, ব্যবহৃত উইকেট কিছুটা মন্থর থাকবেই। আর মন্থর উইকেট মানে বাংলাদেশের বোলারদের কিছুটা স্বস্তি। এক্ষেত্রে মোস্তাফিজের বিশেষ সুবিধা পাওয়ার কথা। বাংলাদেশের পেস আক্রমন এই উইকেট কাজে লাগিয়ে সুবিধা নিতে পারে। তেমনটাই ভাবছেন মাশরাফিরা। সেই সাথে তাদের পরিকল্পনায় রয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ঘিরে।

ভারতের মূল শক্তি তাদের টপ অর্ডার। রোহিত শর্মা ও বিরাট কোহলিরা টিকে গেলে ভারত সাধারণত বড় স্কোর গড়ে। ভারতের ব্যাটিং লাইনাপের অন্যতম প্রধান শক্তি এই দুজনকে দ্রুত ফিরিয়ে দিতে চাইবে বাংলাদেশ। কোন ভাবেই যেন দাড়াতে না পারে কোহলি-রোহিত সে পরিকল্পনা করছেন। ভারতের বিপক্ষে জিততে হলে বাংলাদেশের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- এই তিন বিভাগেই ভালো করতে হবে।

এইতো গেলো মাঠের লড়াইয়ের কথা। এর বাইরেও যে লড়াই চলছে। বাউন্ডারির বাইরেই গ্যালারিতে সমর্থকরা সমর্থনের লড়াইয়ে নিজের দলকে এগিয়ে নিতে চান। এর এ ক্ষেত্রে ভারত বাংলাদেশের দর্শকরা যেন সমানে সমান। তবে গ্যালারি দখলের ক্ষেত্রে ভারতের জুড়ি নেই। ভারত-ইংল্যান্ড ম্যাচে গ্যালারির ৯৯ ভাগ দখল করেছিলো ভারতীয় দর্শক।

তবে বাংলাদেশের সাথে এতটা দখল ধরে রাখা সম্ভব হবেনা সেই ইঙ্গিত পাওয়া গেছে আগেই। ইতোমধ্যে বার্নিংহামে জড়ো হওয়া বাংলাদেশি দর্শকদের ভীড়ের খবর দিয়েছে খোদ ভারতীয় গণমাধ্যমই। যদিও ৭০ ভাগ টিকিট ভারতীয় সমর্থকরা কিনে নেয়ার কথা শোনা গিয়েছিলো। তারপরও নিশ্চই মাঠে মাশরাফিদের মতো গ্যালারিতেও টাইগার সমর্থকরা সর্বোচ্চটা দিয়েই সমর্থন দিতে প্রস্তুত হবেন। কারণ লড়াইয়ে সমর্থনও যে যোদ্ধাকে শক্ত মনোবল তৈরিতে সাহায্য করে। সব মিলিয়ে বলা যায় লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ।