5:33 PM, 13 November, 2025

গাইবান্ধা সদর থানার এসআই রবিউলের শ্রেষ্ঠ তামিল অফিসার পুরস্কার লাভ

Gaibandha PIC-06 (2)

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর থানার এসআই মোঃ রবিউল ইসলাম রংপুর রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে গত রোববার আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছ থেকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করেন।
রবিউল ইসলাম ২০১৭ সালে রাজশাহীর সারদা থেকে প্রশিক্ষণ গ্রহণ শেষে গাইবান্ধা সদর থানায় যোগদান করেন। তিনি এ থানায় যোগদান করার পর থেকেই একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজ করছেন। তাঁরই স্বীকৃতি হিসেবে তিনি রবিউল এ পুরস্কার লাভ করেন। আইজিপি তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য, আইজিপি রেঞ্জ ডিআইজি কার্যালয় রংপুরের ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে রংপুর রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের আইন শৃংখলা পর্যালোচনা সভায় যোগ দেন। সেখানে সাফল্যজনক দায়িত্ব পালনকারি পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে পুরস্কৃত করা হয়।