6:37 AM, 13 November, 2025

এলডিপির মহাসচিব গুলিসহ আটক

ldp_redwan

নিজস্ব সংবাদদাতাঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে আটক করা হয়েছে। আজ  ১ জুলাই, সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

এলডিপির মহাসচিব রেদোয়ান বাংলাদেশ বিমানে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে শাহজালাল বিমানবন্দরে গিয়েছিলেন। স্ক্যান করার সময় তার কাছে সাত রাউন্ড গুলির অস্তিত্ব পাওয়া যায়।

এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান জানান, স্ক্যানিং করার সময় এলডিপির মহাসচিবের কাছ থেকে সাত রাউন্ড গুলি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন রেদোয়ান আহমেদ। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।