9:59 AM, 13 November, 2025

ভারতের কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৩

india_48

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাহাড়ের ওপর থেকে বাস পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জন।  রাজ্যের কিশতওয়ার জেলায় ঘটা ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২২ জন।

সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিস্তুরের ডেপুটি কমিশনার আংরেজ সিং রানা বলেন, কেশোয়ার থেকে কিস্তর যাওয়ার পথে বাসটি পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে যায়। হতাহতদের উদ্ধারের কাজ চলছে।

জম্মু-কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, ২০ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।

ভয়াবহ এই দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

এক টুইট বার্তায় ওমর আব্দুল্লাহ বলেন, কিশতওয়ার থেকে ভয়ঙ্কর খবর পেলাম। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।