5:40 PM, 13 November, 2025

নবাবগঞ্জে সান্তাল হুল দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভা

65764461_381719226027321_672257253356601344_n

এম এ সাজেদুল ইসলাম(সাগর)
নবাবগঞ্জ(দিনাজপুর)থেকেঃ

৩০জুন দিনাজপুরের নবাবগঞ্জে সান্তাল হুল দিবস পালনে র‌্যালী ও আলোচনা সভা শেষে সাংকৃতিক অনুষ্ঠান হয়েছে। দাউদপুর বেসরকারি সংস্থা সিসিডিবি-সিবিপিপি প্রকল্পের অর্থায়নে সিসিডিবি-সিপিআরপি প্রকল্পের আয়োজনে সকাল ১১টায় মালার পাড়া গির্জা প্রাঙ্গনে র‌্যালি শেষে আলোচনা সভা হয়েছে। সিসিডিবি কোঅর্ডিনেটর পুষ্টি প্রকল্পের কৃষিবিদ পার্থ প্রতিম সেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: পারুল বেগম ,ঢাকা কেন্দ্রীয় অফিসের হোপ এর ম্যানেজার কালিপদ সরকার ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান , নিতাই পদ সাহা , আদিবাসী নেতা পাত্রাশ মুরমু , সাইলেন মার্ডী , ইউপি সদস্য আহাদ আলী , যতিন্দ্রনাথ মুরমু প্রমুখ।