তালতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতঘর ভাংচুর ও লুটপাট

মো.মিজানুর রহমান নাদিম
তালতলী প্রতিনিধি:
বরগুনার তালতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। উপজেলার উত্তর গাববাড়ীয়া গ্রামে শুক্রবার বিকেলে জাহাঙ্গীর সিকদারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মো. ইউনুছ আলী সিকদারের পুত্র জাহাঙ্গীর সিকদার পৈত্রিক সম্পত্তিতে বসতঘর করে বিগত কয়েক বছর যাবত বসবাস করে আসছে। জাহাঙ্গীর সিকদার তার ফুফু নুরজাহানের জমি ক্রয় করার পর রেশ ধরে পার্শ্ববর্তী সোবাহান সিকদার গংরা আক্রোশে তর্ক বাঁধিয়ে প্রায় ঝগড়াঝাটি ও হুককি ধামকি দিত। ঘটনার দিন বিকেলে সোবাহান সিকদারের পুত্র বাবুল সিকদার, কবির সিকদারের নেতৃত্বে ৭-৮জন নারী পুরুষ মিলে জাহাঙ্গীর সিকদারের বাড়ীতে এসে মহিলাদের সাথে অযথা তর্ক বাঁধিয়ে গালাগালির এক পর্যায় বসত ঘর ভাংচুর করে। পরে ঘরে থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
তালতলী থানার ওসি শাহিনুর রহমান জানান, জাহাঙ্গীর সিকদার তার বসতঘর তোলার সময়ই জমি পাওয়ার দাবীতে সোবাহান সিকদার গংরা তাদেরকে ঘর তুলতে বাঁধা দেন। বৈঠকে সমাধান হওয়ার কথা থাকলেও পরে এ নিয়ে কোন বৈঠক না হওয়ায় তারা এ ঘর ভাংচুর করেছে।
