আফগানদের বিপক্ষে নানা হিসাব-নিকাশের ম্যাচ আজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের পয়েন্ট টেবিলটা বড্ড গোলমেলে হয়ে গেছে। শুরুতে কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া এবং অপ্রত্যাশিতভাবে শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ড হেরে যাওয়ার পরই পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশ উল্টাতে শুরু করে। এরপর দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টানা দুই জয়, অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের হার সেই হিসাবকে জটিলতার অন্য উচ্চতায় নিয়ে যায়।
সামনে কি হবে, কেউই কিছু বলতে পারছে না। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে এখনও পর্যন্ত মাত্র একটি দল। অস্ট্রেলিয়া। নিরাপদ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং ভারত। তাদের সেমি অনেকটা নিশ্চিত ধরা গেলেও, কাগজে-কলমে এখনও বলার উপায় নেই, তারাও সেমিফাইনালিস্ট।
পয়েন্ট টেবিলের হিসাব-নিকেশ এতটাই জটিল আকার ধারণ করেছে যে, কোনো পরিসংখ্যানবীদ কিংবা গণিতবীদও অঙ্ক কষে বের করতে পারছেন না, আসলে অস্ট্রেলিয়ার পর কোন তিনটি দেশ সেমির বাকি তিনটি জায়গা দখল করে নেবে?
ভারত-নিউজিল্যান্ডকে ধরেই নেয়া যায়, তারা সেমিতে উঠে যাচ্ছে। বাকি জায়গাটি যাবে কার দখলে? ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান না শ্রীলঙ্কা? অবস্থা এমন যে, এই চার দলের মধ্যে যে কোনো একটি দলই পেয়ে যেতে পারে সেমিতে ওঠার ভাগ্য।
সেই ভাগ্য অনেকটাই স্পষ্ট হয়ে যেতে পারে আজ। লিডসের হেডিংলিতে আজ টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল আফগানিস্তানের মুখোমুখি সবচেয়ে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। এই এক ম্যাচেই জড়িয়ে রয়েছে অনেকগুলো হিসাব-নিকাশ।
যে অনিশ্চয়তা নিয়ে এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিল এগিয়ে চলছে, তাতে করে আজ যদি আফগানিস্তান একটা অঘটন ঘটিয়েই দিতে পারে, তাহলে তো কথা নেই। পুনরায় জমে যাবে পয়েন্ট টেবিল। চূড়ান্ত অনিশ্চয়তা ভর করবে এবং রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ পর্যন্ত বলা যাবে না, কারা যাচ্ছে সেমিফাইনালে।
৭ ম্যাচ থেকে ৭ পয়েন্ট করে নিয়ে সমান অবস্থানে পাকিস্তান এবং বাংলাদেশ। যদিও রান রেটের ভিত্তিতে পাকিস্তানের চেয়ে এগিয়েই রয়েছে টাইগাররা। আজ আফগানদের বিপক্ষে পাকিস্তান জিতে গেলে, তাদের পয়েন্ট হয়ে যাবে ৮ ম্যাচে ৯। এক লাফে তারা চলে আসবে সেমি ফাইনালের রেসে। পেছনে ফেলে দেবে ইংল্যান্ডকে।
কারণ, ৭ ম্যাচ থেকে ইংল্যান্ডের অর্জন ৮ পয়েন্ট। তাদের বাকি দুই ম্যাচ ভারত এবং নিউজিল্যান্ডের সাথে। ইতিহাস বলছে, বিশ্বকাপে এই দুই দলের সঙ্গে জয়ের অভ্যাস নেই ইংলিশদের। সে ক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের সাথে। যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে তো কথাই নেই, তাদেরও পয়েন্ট হবে ৯। সে ক্ষেত্রে ৫ জুলাই লর্ডসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচই হয়ে উঠবে সেমিফাইনাল নির্ধারণী ম্যাচ।
আর যদি আজ আফগানিস্তান চমকটা দেখিয়ে দিতে পারে, হারিয়ে দেয় পাকিস্তানকে। যেমনটা হারিয়েছিল তারা প্রস্তুতি ম্যাচে, তাহলে পাকিস্তানের পয়েন্ট থেকে যাবে ৭-এ। পয়েন্ট টেবিলের মজাটা তখন আরও প্রকট হয়ে উঠবে। ইংল্যান্ডের সামনেই সবচেয়ে বেশি সুযোগ তৈরি হবে তখন।
কারণ, বাকি থাকা দুই ম্যাচের একটিতে জিতলেও তাদের সেমির সম্ভবনা ৯৫ ভাগ থেকে যাবে। যদি না শ্রীলঙ্কা শেষ দুই ম্যাচ জিতে যায়। ৭ ম্যাচে লঙ্কানদের অর্জন ৬ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হবে ১০। একটিতেও যদি হেরে যায়, তাহলে শ্রীলঙ্কার আশা শেষ।
সুতরাং, লিডসের হেডিংলিতে আজ কি হবে সে দিকেই চোখ পুরো ক্রিকেট বিশ্বের। পাকিস্তান হেরে গেলে যে লাভ হবে তিন দেশের! বাংলাদেশ, ইংল্যান্ড আর শ্রীলঙ্কার। নিঃসন্দেহে এই তিন দেশের ক্রিকেট ভক্তরা সবাই আজ আফগানিস্তানের সমর্থক হয়ে যাবে!
পয়েন্ট টেবিল
| দল | ম্যাচ | জয় | হার | পরি. | পয়েন্ট | রা.রে |
| অস্ট্রেলিয়া | ৭ | ৬ | ১ | ০ | ১২ | ০.৯০৬ |
| ভারত | ৬ | ৫ | ০ | ১ | ১১ | ১.১৬ |
| নিউজিল্যান্ড | ৭ | ৫ | ১ | ১ | ১১ | ১.০২৮ |
| ইংল্যান্ড | ৭ | ৪ | ৩ | ০ | ৮ | ১.০৫১ |
| বাংলাদেশ | ৭ | ৩ | ৩ | ১ | ৭ | -০.১৩৩ |
| পাকিস্তান | ৭ | ৩ | ৩ | ১ | ৭ | -০.৯৬৬ |
| শ্রীলংকা | ৭ | ২ | ৩ | ২ | ৬ | -১.১৮৬ |
| দক্ষিণ আফ্রিকা | ৮ | ২ | ৫ | ১ | ৫ | -০.০৮ |
| ওয়েস্ট ইন্ডিজ | ৭ | ১ | ৫ | ১ | ৩ | -০.৩২ |
| আফগানিস্তান | ৭ | ০ | ৭ | ০ | ০ | -১.৬৩৪ |
