9:56 AM, 13 November, 2025

বীরগঞ্জে সবুজ বাংলা নিউজ এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত

IMG_20190628_194122

মোঃ তোফাজ্জল হায়দার,

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

বীরগঞ্জের অনলাইন পত্রিকা সবুজ বাংলা নিউজ এর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌরশহরের ফুড প্যালেস রেস্টুরেন্টে বিকেল ৩টায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সবুজ বাংলা নিউজের সম্পাদক মন্ডলীর সভাপতি মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর আওয়ামী লীগে ত্রাণ বিষয়ক সম্পাদক মো. হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সবুজ বাংলা নিউজ এর প্রকাশকও সম্পাদক উত্তম শর্মা, বার্তা -সম্পাদক প্রদীপ রায়। উপস্থিত ছিলেন সবুজ বাংলা নিউজ এর স্টাফ রিপোর্টার বিকাশ ঘোষ ( বিজনেস বাংলাদেশ), স্টাফ রিপোর্টার আব্দুল জলিল (দৈনিক চাঁদনী বাজার), স্টাফ রিপোর্টার মো. হাফিজুর রহমান (অনলাইন পত্রিকা দিনাজপুর ২৪. কম) স্টাফ রিপোর্টার মো. তোফাজ্জল হায়দার (দৈনিক ভোরের সূর্য), স্টাফ রিপোর্টার মো. শহিদুল ইসলাম স্বাধীন ( সাপ্তাহিক ফলোআপ), নাজমুল ইসলাম ( এস টিভি বাংলা),দয়াল ডিসি রায় ( সাপ্তাহিক অগ্রযাত্রা), স্টাফ রিপোর্টার দয়ারাম রায় ( দৈনিক পত্রালাপ) , স্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান ডোফুরা ( দৈনিক গণজাগরণ), পীরগঞ্জ প্রতিনিধি শুভ শর্মা, রাণীংকৈল প্রতিনিধি মো.সবুজ ইসলাম প্রমুখ। প্রতিনিধি সভায় বক্তাগণ বলেন, সাংবাদিককতা হচ্ছে সমাজের দর্পণ।সমাজের নিপিরিত মানুষগুলো কথা তুলে ধরতে হবে। এবং সঠিক সংবাদ পরিবেশন করতে হবে।