শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে লঙ্কানরা। এ ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের সমান আট পয়েন্ট হবে শ্রীলঙ্কার। অন্যদিকে এরই মধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, শ্রীলঙ্কা ২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪ রান করেছে।
দক্ষিণ আফ্রিকা : হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, এইডেন মারক্রাম, রাশি ফন ডার ডুসেন, জেপি ডুমিনি, আন্দিল পেহলুকাইয়ো, ক্রিস মরিস, ডোয়াইন প্রেটোরিয়াস, কাগিসো রাবাদা, ইমরান তাহির।
শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে, কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, জীবন মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, সুরঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা।
