মুরাদনগরে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম অবহিতকরণ সভা

সফিকুল ইসলাম,
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক অবহিতকরণ সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের সভাপতিত্বে এলজিএসপি’র ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মোহাম্মদ শাহরিয়ারের উপস্থাপনায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইনোভেশন আইটির সিইও খোরশিদ আলম, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আব্দুস ছামাদ মাঝি, নজরুল ইসলাম, প্রধান শিক্ষক আলা উদ্দিন ভুইয়া, মফিজ উদ্দিন আহম্মদ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সফু মিয়া সরকার, আলহাজ¦ ফিরোজ খান, শরিফুল ইসলাম, আবুল হাসেম, রুহুল আমিন, প্রধান শিক্ষক গাজীউল হক চৌধুরী ও সাংবাদিক শামীম আহাম্মদ প্রমুখ। এতে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ৮২টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উপস্থিত থেকে ইনোভেশন আইটির সাথে চুক্তিনামায় স্বাক্ষর করেন।
