6:52 AM, 13 November, 2025

জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিউটি কুইনের

zambiya

আন্তর্জাতিক ডেস্কঃ জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়াহয়া জামেহর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন দেশটির বিউটি কুইন তওফাহ জালো। ২০১৫ সালে ওই বিউটি কুইনকে নিজের অফিসে ধর্ষণ করেছিলেন দেশটির ততকালীন ক্ষমতাশীল ওই প্রেসিডেন্ট জামেহ।

জামেহর বিরুদ্ধে আরেকটি ধর্ষণের অভিযোগে হিউম্যান রাইটস ওয়াচ এবং ট্রায়াল ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এমন সাক্ষাতকার দেন বিউটি কুইন জালো । যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এমন খবর প্রকাশ করে।

জানা গেছে, ২৩ বছর বয়সী তরুণী তওফাহ জালো ২০১৫ সালে দেশটির বিউটি কুইন ছিলেন। সে সময় প্রেসিডেন্ট অফিসে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন জামেহ। তবে এ ধরণের অভিযোগ অস্বীকার করেছেন জামেহর রাজনৈতিক দল এপিআরসি পার্টির এক মুখপাত্র।

দলটির পক্ষ থেকে ওসমান রাম্বো গণমাধ্যমটিকে এক লিখিত মন্তব্যে জানান, ‘আমাদের পার্টি এবং গাম্বিয়ার মানুষ আমাদের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ খণ্ডাতে খণ্ডাতে ক্লান্ত।’

এ ঘটনায় এপিআরসি দলের উপপ্রধান নেতা বলেন, ‘এই সব মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের জবাব দেয়ার সময় নেই সাবেক প্রেসিডেন্টের। তিনি অসম্ভব খোদাভীরু একজন ব্যক্তি এবং ধার্মিক নেতা, জাম্বিয়ার নারীদের প্রতি অগাধ সম্মান প্রদর্শন করেন তিনি।’

এ বিষয়ে ধর্ষণের অভিযোগ তোলা বিউটি কুইন তওফাহ জালো জানান, ৫৪ বছর বয়সী জামেহকে তিনি আদালতে দেখতে চান। তিনি ন্যায়বিচার পাওয়ার আশাবাদী।

জালো আরো বলেন, ‘জীবনের এই কালো অধ্যায় আমি লুকিয়ে রাখতে চেয়েছিলাম। এটি আমার জীবনের অংশ নয় বলে মুছে ফেলতে চেয়েছিলাম। কিন্তু সেটি যখন পারছি না, সিদ্ধান্ত নিয়েছি সেটি প্রকাশ করার। সবাই জানুক ইয়াহয়া জামেহ কী করেছিলেন আমার সঙ্গে।’