সাকিব-মুশফিকের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২৬২ রান

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৬২ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। সাউদাম্পটনে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দারুণ শুরু করেও আম্পায়ারের ভুল সিদ্ধান্তে দলীয় ২৩ আর ব্যক্তিগত ১৬ রানেই কাটা পড়ে লিটন দাসের ইনিংস।
এরপর সাকিবের সাথে ৬১ রানের জুটি গড়েন আরেক ওপেনার তামিম ইকবাল। কিন্তু ধীরগতিতে ৩৬ রান করে আউট হয়ে যান এই বাঁহাতি।
তামিম ফিরে গেলেও মুশফিককে নিয়ে আরো একটি ৬১ রানের জটি গড়েন সাকিব। সাথে তুলে নেন ফিফটি। কিন্তু বেশিক্ষণ টেকেনি তার ইনিংস। ফিরে গেছেন ৫১ করেই। এরপর অল্প রানে সৌম্য ফিরে গেলেও মুশফিকের সাথে ৫৬ রানের আরো একটি জুটি গড়েন রিয়াদ। ফিরেন ২৭ রান করেই। আর ৮৩ রান করে দৌলত জাদরানের বলে ফিরেন মুশফিক।
শেষের দিকে মোসাদ্দেক ঝড়ো ৩৫ রান করলে ৫০ ওভারে বাংরাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৬২ রান। আপগানিস্থানের হয়ে ৩ টি উইকেট নিয়েছেন মুজিব উর রহমান। এছাড়াও নাইব নেন ২ টি উইকেট।
