3:49 AM, 13 November, 2025

বিদেশে চুরি করে বরখাস্ত হলেন ভারতীয় পাইলট

air-india_1

আন্তর্জাতিক ডেস্কঃ চুরির করার অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়ার এক পাইলটের বিরুদ্ধে। দিল্লির উদ্দেশ্যে বিমানে চড়ার আগে সিডনিতে গ্রাহক সেজে দোকান থেকে জিনিস চুরি করেন। এমন অভিযোগের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা টাইমস অব ইন্ডিয়া।

তবে অভিযুক্ত পাইলট দাবি করেন, বিমানে ওঠার আগে খবর পান তিনি দাদু হয়েছেন। এ সময় তড়িঘড়ি উপহার কিনতে গিয়ে তিনি দোকান মালিককে টাকা দিতে ভুলে গিয়েছেন। কিন্তু সিডনি থেকে দিল্লি ফেরার পরেই তাকে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা অমৃতা শরণ অভিযুক্ত পাইলটকে জানান, ‘অস্ট্রেলিয়ার রিজিয়নাল ম্যানেজার অভিযোগ করেছেন যে আপনি ২২ জুন দিল্লি আসার আগে সিডনি বিমানবন্দরের দোকান থেকে গ্রাহক সেজে চুরি করেছেন। সে দিন আপনি একজন কম্যান্ডার হিসেবে ছিলেন। আপনার বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় আপনাকে বরখাস্ত করা হচ্ছে।’

এর জবাবে তিনি এয়ার ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘বিমানে চড়ার আগে দাদু হওয়ার খবরটা পেয়ে আত্মহারা হয়ে গিয়েছিলাম। পুত্রবধূর জন্য কিছু উপহার কিনতে গিয়েছিলাম। তার জন্যই কিছু নিয়েছিলাম। কিন্তু দেরি হয়ে যাচ্ছে দেখে ভুলবশত টাকা না-দিয়েই বিমানের দিকে ছুটি। পরে যখন মাথায় আসে, তখন আমি আকাশে। আর তখন অনেক দেরি হয়ে গিয়েছে। তাই দোকান মালিককে কিছু বলার আগেই আমি বিমান ছেড়ে দিতে বাধ্য হই।’

এ দিকে অভিযুক্ত পাইলট এয়ার ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় শাখার আঞ্চলিক পরিচালকও ছিলেন। এমন ঘটনার পর তাকে সেই দায়িত্ব থেকেও আপাতত সরিয়ে দেয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।